কেরলের কাছে লজ্জা জনক হার বাংলার


সোমবার,০২/০৪/২০১৮
1205

সুদীপ্ত রায় :
রবিবারের যুবভারতি স্বাদ বদলে দিল অন‍্য রাজ‍্য। গ্ৰুপ লিগের ম‍্যাচে কেরলের কাছে লজ্জা জনক হার বাংলার। সেমিফ্যাইনালে আবার ছন্দ ফিরে পাওয়া। নাটকিয় ফাইনালে অবশ‍্য বাজিমাত কেরালার । অতিরিক্ত সময়ে ম‍্যাচের ফলাফল ছিল ২-২ । ট্রাইবিকারের ৪-২ গোলে জিতে সন্তোষ ট্রফিতে চ্যম্পিয়ান কেরল।
টানা দুবার সন্তোষ ট্রফিতে চ‍্যম্পিয়ানের  স্বপ্নের সমাধি বাংলার ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট