বিনা প্রতিদ্বন্দ্বী TMC এবারের পঞ্চায়েত ভোটে !


সোমবার,০২/০৪/২০১৮
708

সুদীপ্ত রায়:
ধরে নেওয়া হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবারের পঞ্চায়েত ভোটে TMC লড়ছে দঃ ২৪ পরগানার কাশিপুর থানার চালতেবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায়।
এই এলাকায় গত পনেরো বছর ধরে TMC বিনা প্রতিদন্দিতায় রাজত্ব করে চলেছে। বিগত বছরের বিধান সভা ভোটে CPIM একটু মাথাচড়া দিলেও তাদেরকে বিপুল ভোটে পরাজিত করে TMC । তারপর থেকেই বিনা প্রতিদন্দিতায় জয়ী হচ্ছে TMC ! ই এবার ও ধরে নেওয়া হচ্ছে TMC বিনা প্রতিদন্দিতায় জয়লাভ করবে এই এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট