পঞ্চায়েত নির্বাচনের তারিখ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি


রবিবার,০১/০৪/২০১৮
1037

রায়গঞ্জ ,উত্তর দিনাজপুর:

রাজ্য সরকার হঠাৎ করে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে , বিরোধীদের মতামতকে কোন গুরুত্ব দেয় নি তারা কোনদিন  ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেয়নি ,বলে মন্তব্য  করলেন রায়গঞ্জ  প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি । দিপা দেবী বলেন পঞ্চায়েত নির্বাচনের যে তিনটি তারিখ ঘোষণা করা হয়েছে তার মধ্যে 1 মে শ্রম দিবস হিসেবে পুরো ভারতবর্ষে পালিত হয়ে আসছে।পাশাপাশি সি পি এম ওই দিনটি কে দেশ জুড়ে পালন করে আসছে।তাই এদিন টি পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমার আপত্তি রয়েছে ।

দিপা দেবী আরো বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার প্রতিটি ব্লকেই বিভিন্ন দল  থেকে কংগ্রেসে যোগদান করবে পাশাপাশি তিনি বলেন,   জোট প্রসঙ্গে দীপাদেবী বলেন, জোট হলে নীচুস্তরে জোট হবে। এ বিষয়ে দলের হাই কমাণ্ড বা প্রদেশ নেতৃত্ব কোন সিদ্ধান্ত নিতে পারে না। নীচুতলার কর্মীরা যদি জোট চাই তাহলেবামফ্রন্টের সঙ্গে অবশ্যই জোট হবে।

দীপাদেবীবলেন, পবিত্রবাবুর মতো অনেকেই ভুল করে বিজেপিসহ অন্যান্য দলে যোগদান করেছিল এক সময়। পরে নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরে
কংগ্রেসে ফিরতে শুরু করেছে।কংগ্রেসের সঙ্গে যে এবার সি পি এমের জোট হচ্ছে তা এবার সপষ্ট ভাবে জানিয়ে দেন দীপা দেবী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট