ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন স্থির


শনিবার,৩১/০৩/২০১৮
2040

সুশান্ত:

ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন স্থির হয়ে গেল। স্থির করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শনিবার নবান্নে প্রশাসনের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভোট শেষ হয়ে যাবে। এবার মূলত তিন দফায় ভোট হবে। ১ লা মে, ৩ মে এবং ৫ মে ভোট হবে রাজ্যের ২০ টি জেলাতে।

ভোট হবে ২০টি জেলায়, ৪৮,৬৫৬টি গ্রাম পঞ্চায়েত আসনে ও পঞ্চায়েত সমিতির ৯২১৭টি আসনে। ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ।

প্রথম দফার ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে।

দ্বিতীয় দফার ভোট হবে বীরভূম ও মুর্শিদাবাদে।

তৃতীয় দফায় ভোট কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

গোটা রাজ্যের মোট ২০টি জেলায় হবে পঞ্চায়েত নির্বাচন। যার মধ্যে ৪৮,৬৫৬ টি গ্রাম পঞ্চায়েত, ৯২৭০টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ৮২৫টি। ৫৮,৪৬৭ টি পোলিং স্টেশন থাকবে। ৭৮,৮০০টি পোলিং বুথে ভোটগ্রহণ হবে। মোট ভোটারের সংখ্যা পাঁচ কোটি চার লক্ষ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল।

১১ এপ্রিল পর্যন্ত স্ক্রুটিনি করা যাবে এবং ১৬ এপ্রিল নাম প্রত্যাহারের শেষ দিন। আগামী সোমবারই নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। নবান্নে উচ্চপর্যায়ের আলোচনার পর, সাংবাদিক সম্মেলন করে সরকারি ভাবে জানান নির্বাচন কমিশন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট