জঙ্গি হামলার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে থাকছে “নজরদারি ড্রোন”


শনিবার,১০/০৩/২০১৮
3899

বাংলা এক্সপ্রেস:
শুক্রবার উওর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় কাছেই ৮.৩ কিলোমিটার অঞ্চল জুড়ে “অপরাধমুক্ত অঞ্চল” বা “ক্রাইম ফ্রি অঞ্চল” এর উদ্বোধন করে বি এস এস। জঙ্গি আনাগোনা ও হামলায় ইতি টানতে সীমান্তে “পয়েন্ট টু পয়েন্ট” নজরদারি শুরু করল বাংলাদেশ সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাথে হাত মেলালো ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বি এস এফ)।
বি এস এফ এর ডিজি কে কে শর্মা ও বিজিবি_র ডিজি আবু হোসেনের উদ‍্যোগে কাজ শুরু হয় এবং মাত্র পাঁচ মাসের মধ্যেই তা “অপরাধমুক্ত অঞ্চল” এলাকায় পরিনত হয়েছে। এবার সেখানে বসানো হয়েছে “নজরদারি ড্রোন” তার সাথে বসানো হচ্ছে রাডার ও, এর ফলে দুই দেশের সীমান্তের আকাশ পথ ও স্থল পথ উভয় ক্ষেত্রই দুই দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট