দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন সানি লিওন


মঙ্গলবার,০৬/০৩/২০১৮
1806

বাংলা এক্সপ্রেস:  আবার যমজ দুই সন্তানের মা হলেন সানি লিওন। এবার তার ঘর আলো করে এলো দুই ফুটফুটে পুত্র সন্তান। ট‍্যুইটারে ও ইনস্ট্রাগ্ৰামে সেই খবর নিজেই প্রকাশ‍্যে এনে সবাইকে রীতিমতো চমকে দিলেন তিনি।
     ২০১৭ সালে মহারাষ্ট্রের লাটুর থেকে নিশা নামক একটি কন্যা সন্তানকে দত্তক নেন সানি লিওন ও স্বামী ড‍্যানিয়েল ওয়েবার। নাম রাখেন নিশা কউর ওয়েবার। একটি সাক্ষাৎকারে তিনি বলেন নিশা প্রথম দেখাতেই তাকে মা বলে ডেকেছিল তাকে, এরপর নিশাকে দত্তক নিতে একবার ও ভাবেননি তিনি। এবছর ডিজনিল্যান্ডে নিশার জন্মদিন ও পালন করেন তারা মহাসমারোহে।
      সানি লিওনের এই দুই পুত্র সন্তানের জন্ম সারোগেসির মাধ্যমে। এর আগে তুষার কাপুর, শাহরুখ খান, করন জোহর, আমির খানের মত তারকারাও বাবা হয়েছেন সারোগেসির মাধ্যমে। এবার সেই তালিকার অন্তর্ভুক্ত হলেন সানি লিওন ও। এই তিনটি সন্তানের নাম যথাক্রমে আশের সিং ওয়েবার, নোয়া সিং ওয়েবার ও নিশা সিং ওয়েবার। এই তিনজনকে নিয়ে এবার তাদের পাঁচ জনের পরিবার সম্পূর্ণ হল এমনটাই লিখেছেন তিনি পোস্টে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট