“এবার পশ্চিমবঙ্গ” বিজেপির হুংকারে মুখ্যমন্ত্রীর জবাব


রবিবার,০৪/০৩/২০১৮
637

বাংলা এক্সপ্রেস: “পিপিলিকার পাখা গজায় মরিবার তরে” এমন ভাবেই কটাক্ষ করলেন বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এটা বিজেপির জয় না সিপিএমের পরাজয়। এদিন তিনি বলেন, “আগে দিল্লিতে নিজেদের আসন সামলান তারপর বাংলা। বাংলা নিয়ে শুধুমাত্র স্বপ্নই দেখতে থাকুন।” ত্রিপুরায় বিজেপির জয় কে কোনো প্রকার গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী।
       অপরদিকে, ত্রিপুরায় কংগ্রেসের হারের জন্য তিনি দোষারোপ করলেন স্বয়ং রাহুল গান্ধী কেই। মুখ্যমন্ত্রী বললেন, কংগ্রেসই পরোক্ষভাবে বিজেপির জয় কে প্রশস্ত করে দিয়েছে “রাহুল যদি আমার প্রস্তাবে রাজি হত তবে আজ ফলাফল অন‍্যরকম হত”। তাঁর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার ফল তারা হাতে নাতে পেল এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট