জমজমাট ভিড়ে জমে উঠল ভাঙড় বইমেলার প্রথম দিন


বুধবার,২৮/০২/২০১৮
1143

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: উদ্দোক্তাদের আশার থেকেও বেশী ভিড়ে জমজমাট ভাঙড় বইমেলার প্রথম দিন।কানায় কানায় পূর্ণ ভাঙড় মহাবিদ্যালয় মাঠ।
       বহু চড়াই উতরাই পার করে এবারই অনুষ্ঠিত হচ্ছে ভাঙড়ে প্রথম বইমেলা।আর প্রথম দিনটাই জমে উঠল দর্শনার্থীদের ভিড়ে।এতে খুশি ও আপ্লুত মেলা কমিটি।কমিটির পক্ষ থেকে বলা হয় আমাদের অক্লান্ত পরিশ্রম আজ সার্থক রূপ পেল।
       প্রায় শ’খানেক স্টল অং‌শ নিয়েছে তাদের বইয়ের ডালি নিয়ে।শুধু জমাট ভিড় নয় বইপ্রেমী মানুষ যাচ্ছেন স্টল গুলোতে।কিনছেন বই নিজের জন্য, উপহার দিচ্ছেন প্রীয়জনদের। প্রকাশনি সংস্থা ও পুস্তক বিক্রেতাগণ যথেষ্ট খুশি তাদের বেচাবিক্রিতে।
 নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের মনোরঞ্জন মেটাচ্ছে।নাচে, গানে, কবিতায়, নাটকে মঞ্চ কাঁপাচ্ছে শিল্পী সাহিত্যিকরা।সাংস্কৃতিক প্রতিযোগিতাও থাকছে।প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এলাকার ছাত্র ছাত্রীরা সুযোগ পাচ্ছে তাদের প্রতিভা প্রকাশের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট