শিয়ালদহ গামী অটোর দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের:


রবিবার,২৫/০২/২০১৮
1008

বাংলা এক্সপ্রেস:  রবিবার ভোররাতে আরুপোতার কাছে বড় লড়ির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষের মৃত্যু হয় দুই যাত্রী সহ চালকের। গুরুতর আহত অবস্থায় একজন কে হাসপাতালে ভর্তি করা হয়।
       রোজকার মত অটোয় চড়ে বাসন্তী হাইওয়ে ধরে চৌবাগা থেকে মাছ কিনতে যাচ্ছিলেন সুবীর রঞ্জন সাঁপুই ও সঞ্জয় দাস নামক দুই ব‍্যক্তি। পেশায় মাছ ব‍্যবসায়ী ছিলেন তারা। অটোতে সবজি বিক্রেতা সুদর্শন বর্মণ ও ছিলেন। তিনজনেরই গন্তব্যস্থল শিয়ালদহ। আরুপোতার কাছে যেতেই অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি লড়ির ধাক্কাতে উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই প্রাণ হারান অটো চালক বাবলু দাস সহ সুবীর রঞ্জন সাঁপুই। বাকী দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় সঞ্জয় দাস নামক ওই ব্যক্তির। ঘাতক লরিটির খোঁজ করছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট