দক্ষিন আফ্রিকায় ষষ্ঠ ODI তে ৮ উইকেটে জয় লাভ ভারতের:


শনিবার,১৭/০২/২০১৮
1957

সুস্মিতা সরকার,বাংলা এক্সপ্রেস:   দক্ষিণ আফ্রিকার সাথে ষষ্ঠ একদিনের ম্যাচে জয় হল ভারতীয় ক্রিকেট দলের। অভিনায়ক বিরাট কোহলি ৩৫ তম শতরান পূর্ণ হয়ে এই দিন ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন, ব‍্যাটিং এ টার্গেট ২০৫ রান। মাত্র ২ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে রান তাড়া করে এদিনের ম‍্যাচের সাথে সাথে সিরিজ ও জিতে যায় ভারত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট