৯ উইকেটে জয়লাভ,ভারতের দ্বিতীয় দিনের ম‍্যাচে ২-০তে এগিয়ে গেল ভারত


সোমবার,০৫/০২/২০১৮
2276

 সেঞ্চুরিয়ন,৪ঠা ফেব্রুয়ারি:
দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিল ভারতীয় দল। এই জয়ের নায়ক অবশ্যই টিম ইন্ডিয়ার দুই স্পিনার ও যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। প্রথমে ব‍্যাট করতে নেমে এই দুই রিস্ট স্পিনারের জাদুতে ৩২.২ ওভারে মাত্র ১১৮ রানে দেশের মাটিতেই সর্বনিম্ন রানের লজ্জা হজম করে প‍্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া বাহিনী। জবাবে মাত্র ২০ ওভারে ১টি উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নেন ভারতীয় ক্রিকেট দল। এর সাথেই ২-০ ব‍্যবধানে এগিয়ে গেলেন কোহলিরা।
ডারবানের পর সেঞ্চুরিয়নেও বাজিমাত কোহলি বাহিনীর। টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন তিনি। ম‍্যাচের সেরা যুজবেন্দ্র তাহার ৮.২ ওভারে ২২ রানে ৫টি উইকেট ও কুলদীপ যাদব তাকে যোগ‍্য সঙ্গ দেওয়ার পথে ২০ রানে ৩টি উইকেট নেন। ব‍্যাটে-বলে ওপেনিং_এ রোহিত ও ধাওয়ান নামেন। ব্যক্তিগত ১৫রানের মাথায় ক‍্যাচ আউট হন রোহিত শর্মা। তবে ৫৬ বলে ৫১ এবং ৫০ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট