আজ বেঙ্গালুরুতে বসছে আইপিএল-এর নিলাম


শনিবার,২৭/০১/২০১৮
2587

শুভ বিশ্বাস:

আজ শনিবার আই পি এল এর নিলাম শুরু হচ্ছে । আজ বেঙ্গালুরুতে বসছে আইপিএল-এর নিলাম। চলবে রবিবার পর্যন্ত।বিগত বছরের মত এ বছরের কোন প্লেয়ার কোণ দলের হয়ে খেলবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমী দের মধ্য। পছন্দের প্লেয়ার কে বেছে নিতে আজ নিলাম শুরু।

নিলামের আগে এতদিন ধরে কেকেয়ার হয়ে খেলা ইউসুফ পাঠান জানিয়ে দিলো যে দলই তাকে নিক,সেই দলের হয়ে নিজেকে উজার করে দেব।কোন ফ্রাঞ্চাইজি তাকে নেবে তা ঠিক হবে আজ।তিনি জানান যেভাবে এতদিন ধরে খেলে এসেছি, একই মানসিকতা নিয়ে খেলব। এবারের নিলামে অন্যতম নিয়ম হচ্ছে রাইট টু ম্যাচ কার্ড।

আইপিএল-এর বহু প্রতীক্ষিত নিলাম। নিলামের আগে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যুবরাজ সিংহকে নিয়ে। এবারের আইপিএল-এ আদৌ কি কোনও দল পাবেন যুবি?আই পি এল এর নিলামের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার। সবমিলিয়ে দেখার বিষয় বিদেশি না দেশীয় প্লেয়াড় দের কিনবে কোণ ফ্রাঞ্চাইজি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট