মোহাঃ বেলাল উদ্দিন মণ্ডল, বাংলা এক্সপ্রেস: বেলডাঙা মুর্শিদাবাদে আজ ভোরে আমতলা দিকের বাস বহরমপুর আসার সময় বেলডাঙার বেগুনবাড়ির সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা লাগোয়া পুকুরে পড়ে। এক শিশুসহ যাত্রীদের বেলডাঙ্গা পুরাতন ও নতুন হসপিটালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত দেখে কিছু বহরমপুর ও নিয়ে যাওয়া হয় । ।পাটিকাবাড়ি থেকে আমতলা-বেলডাঙা হয়ে বহরমপুর যাচ্ছিল বাসটি, পথে বেগুনবাড়ির সন্নিকটে পুকুরে উল্টে যায়। সাধারণ লোকের ধারণা কুয়াশার প্রকপে নিয়ন্ত্রণ খুইয়ে পাশের পুকুরে পাল্টি খায় ভোর পাঁচটা নাগাত। উদ্ধারে নেমেছে পুলিশ। বাসটি পাটিকাবাড়ি থেকে ছাড়া দিনের দ্বিতীয় বাস মনপ্রীত। পাটিকাবাড়ি, আমতলা, ডুবলতা, ত্রিমোহনীসহ বেশ কিছু গ্রামের মানুষ আসা যাওয়া করে এই বাসটিতে। তবে দুঃখের বিষয় শেষ পর্যন্ত শিশুসহ বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে জানা যায়।
আমতলা থেকে বহরমপুর আসা বাস উলটে শিশুসহ বেশ কিছু সংখক মানুষ মৃত্যু
শনিবার,২০/০১/২০১৮
932