এলাকা দখল কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তীর চড়াবিদ্যা পঞ্চায়েতের হেতালখালি। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে যুব তৃণমূল এবং মূল তৃণমূলের কর্মীদের মধ্যে এলাকার দখল নিয়ে গোলমাল বাঁধে বলে অভিযোগ। মূহুর্মূহু বোমা পড়তে থাকে ও গুলিও চলতে থাকে বলে গ্রামবাসীদের অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন গ্রামবাসী ও পুলিস কর্মী। তার মধ্যে গ্রামের এক নাবালক ছাত্র এবং এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলেও খবর। ঘটনায় এক পুলিস কর্মী সহ মোট ৭ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ গ্রামবাসীরা মূল তৃণমূলের কর্মী বলে দাবি করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে যুব তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা সামাল দিতে বারুইপুর জেলা পুলিস সুপার অরিজিৎ সিনহা সহ জেলার উচ্চ পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁচেচ্ছে। বিশাল পুলিস বাহীনিকে দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে দুই তরফের দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিতে নিহত নাবালকের নাম রিয়াজুল মোল্লা (১০)। হেতালখালি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্কুল থেকে বাড়ি ফিরছিল রিয়াজুল। পথে তার বুকে গুলি লাগে। হাসান লস্কর (৩২) নামের এক যুবকও মারা যায় গুলিবিদ্ধি হয়ে। এছাড়াও গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন কমব্যাট ফোর্সের কনস্টেবল বাণেশ্বর সিং। ঘটনার খবর পেয়ে পুলিস ওই এলাকায় গেলে পুলিসকে লক্ষ্য করেও বোমা ও ইট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।
দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র বাসন্তী , মৃত এক ছাত্র সহ ২
বৃহস্পতিবার,১৮/০১/২০১৮
1350