গ্রামীণ সম্পদ কর্মীদের দুদিনের প্রশিক্ষণ শিবির 


বৃহস্পতিবার,১৮/০১/২০১৮
968

সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়:  ভাঙড়-২ নং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের দুদিনের প্রশিক্ষণ শিবির শেষ হল।ব্লক অডিটরিয়ম হলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।দশটি জিপির প্রায় ১০০ জন প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়।  ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার গ্রামীণ সম্পদ কর্মী পদ সৃষ্টি করেন।পরীক্ষামূলক ভাবে ১৫ কর্মদিবসের জন্য এদের নিয়োগ করা হয়।কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প গুলি ঠিকমতো রূপায়িত হচ্ছে কিনা তা সমীক্ষা করার জন্য  বিভিন্ন জিপিতে নিয়োগ দেওয়া হয় এদের গত বছর গ্রামীণ সম্পদ কর্মীদের সমীক্ষায় উঠে আসে  অনিয়ম,স্বজনপোষণ, গড়িমসি সহ বিভিন্ন অভিযোগ।২০১৭ সালে তাদের আর কাজ দেওয়া হয়নি।স্থায়ী ভাবে কাজের দাবীতে বিভিন্ন জেলায় বারবার সরব হয়েছেন তারা।গড়ে উঠেছে এদের রাজ্য সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভিলেজ রিসোর্স পার্সন এ্যসোসিয়শন।তাদের দাবী মেনে ২০১৮ সালের সমীক্ষার জন্য ১৫ কর্ম দিবসের জন্য গ্রামীণ সম্পদ কর্মীদের আবার নিয়োগ করা হবে। সেই উপলক্ষে ভাঙড় -২ ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের দুদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এরা মূলত ১০০ দিনের কাজের প্রকল্প ,প্রধানমন্ত্রী আবাস যোজনা ও জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প এই তিনটি সামাজিক প্রকল্পের কাজ সমীক্ষা করে দেখবেন।দুদিনের প্রশিক্ষণ শিবিরে জেলা সামাজিক নিরীক্ষা আধিকারিকরা হাতে কলমে কিভাবে কাজ করতে হবে তার পাঠ দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট