মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল বাংলা এক্সপ্রেস ভাবতা মুর্শিদাবাদ: বাংলার প্রিয় মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীর কাজের অনুপ্রেনায় বাংলা মানুষ বিভিন্ন পাটি থেকে তৃনমুল পাটিতে যোগদান করছে ।সেইমত আজ ১৬ই জানুয়ারী ২০১৮ সাল ভাবতা-১ অঞ্চলের কংগ্রেস ও বামফন্ট দলের ২৫০ জন কর্মী তৃণমূল কংগ্রেস দলের যোগ দান করলেন।উপস্থিত ছিলেন মহকুমা সভাপতি অরিত মজূমদার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম ব্লকের কার্যকারী সভাপতি জুলফিকার চৌধুরী ও বেলডাঙা ১ ব্লক উওর তৃণমূল কংগ্রেস সভাপতি বনতোষ ঘোষ মহাশয় ব্লক ও অঞ্চলের অন্যান্য নেতৃত্ব।
বামফন্ট দলের ভাঙন অব্যাহত ভাবতা ১ অঞ্চলে।
মঙ্গলবার,১৬/০১/২০১৮
1048