রাজারহাট শিখরপুরে মহা সমারোহপূর্ণ ভাবে অনুষ্ঠিত হল বার্ষিক শীতলা ও কালী পূজা


মঙ্গলবার,০৯/০১/২০১৮
1602

সত্য‌জিৎ মন্ডল: রাজারহাট শিখরপুরে মহা সমারোহপূর্ণ ভাবে অনুষ্ঠিত হল বার্ষিক শীতলা ও কালী পূজা। শতাব্দী প্রাচীন এই পূজা নিয়ে এলাকার মানুষের আবেগ চোখে পরার মত। শুধুমাত্র এলাকার মানুষিই উপস্থিত থাকে না, এই মহতি কালী মায়ের পূজাতে ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ ভীড় করে বলে কমিটির সদস্যরা জানান। এই পূজার বিশেষত্ব কি? জানতে চাইলে সম্পাদক সভাপতি বলেন, মানত, দণ্ডি, বাতাসা ছড়ানোরর বিশেষত্ব আছে। এছাড়া কয়েক হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা থাকে। প্রবীণ এর পাশাপাশি নবীন প্রদীপ, প্রভাষ, বিকাশ রা হাতে হাত মিলিয়ে এই কর্মযজ্ঞে সামিল হয়। বাগু গ্রাম থেকে আগত মধুমিতা কলি জানান তার একমাত্র নেয়ে অদিতে কলির জন্য মানত করেছিলাম। মানত মেটাতে আমরা মেয়ের ওজনের বাতাসা দেবো। ফলত এমন হাজারো মানুষের উপস্থিতিতে এই পূজা হয়ে আসছে। পরিচালনায় শিখরপুর সারিবাগান পূজা কমিটি।

https://youtu.be/72wCUMfXrFY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট