নামছে পারদ, কাঁপছে শহর সহ গোটা রাজ্য


মঙ্গলবার,০৯/০১/২০১৮
1019

সুস্মিতা সরকার: গত ৫ বছরের সব রেকর্ড ব্রেক করলো এবারের শীত। ঠান্ডায় কাঁপুনি অব‍্যহত সমস্ত রাজ‍্যজুড়ে। রাজ‍্যের শীতলতম স্থান এ দার্জিলিঙে সোমবার তাপমাত্রা নেমে মাইনাস ২ ডিগ্রি (- ২°)তে চলে যায়। অন‍্যদিকে হাড় হিম করা শৈত্যপ্রবাহ চলছে বাকি জেলাগুলিতে ও। এইদিন মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১°সেলসিয়াস, শ্রীনিকেতনে সেখানে ৬.৮°সেলসিয়াস ছিল। কোচবিহার ও জলপাইগুড়িতে যথাক্রমে ৩.৯° ও ৩.৮° সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ছিল। মালদা ও বাঁকুড়া জেলায় ছিল ৫.৭° ও ৮.৫° সেলসিয়াস। কলকাতার পারদস্তর নেমে হয়েছে ১০.৭° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সংলগ্ন দমদম এলাকায় তাপমাত্রা কমে হয় ৯° সেলসিয়াস। গভীর কুয়াশায় যান চলাচল বিপর্যস্ত। এদিকে অতিরিক্ত ঠান্ডায় রাজ‍্যের বিভিন্ন অঞ্চলে মৃত্যু হয়েছে পাঁচ ব‍্যক্তির। আগামী কিছু দিন শীতের দাপট এভাবেই বহাল থাকবে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট