পরীক্ষায় সফল হতে চলেছে ডেঙ্গু’র টিকা


সোমবার,০৬/০৪/২০১৫
498

খবরইন্ডিয়াঅনলাইনঃ      একটি সময়ে আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। অনেক ক্ষেত্রেই এই জ্বর প্রান ঘাতি হয়ে দেখা দেয়। তবে আশার কথা হচ্ছে, পৃথিবী বিখ্যাত ঔষধ কোম্পানি সানফি তাদের টিকা উতপাদন কারি বিভাগ ‘সানফি পাস্তুর’ এর মাধ্যমে ডেঙ্গু এর টিকার ব্যাপক পরিক্ষা চালিয়ে সফল হয়েছে। তাদের ভাষ্য মতে ডেঙ্গু এর টিকা গ্রহন কারি বেক্তির দেহে এই টিকা চমৎকার প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এর ফলে ৩ বিলিয়ন মানুষ যারা ডেঙ্গু তে আক্রান্ত হবার ঝুকির মধ্যে আছে, তাদের বিশেষ উপকার সাধিত হবে।

সানফি থাইল্যান্ড এ তাদের একটি বৃহৎ পরিক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে এই টিকা যারা গ্রহন করেছে, তাদের মধ্যে চমৎকার ডেঙ্গু রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা দিয়েছে এবং এই টিকা তার গ্রহিতার জন্য খুবি নিরাপদ হিসেবে প্রতিপন্ন হয়েছে।

পরীক্ষার যাবতীয় তথ্য এখন বিভিন্ন বিশেষজ্ঞ ও পাবলিক হেল্‌থ পেশাজিবিরা পরিক্ষা করে দেখছেন। সানফি জানিয়েছে এই বছরের শেষের দিকে তারা সকল বিস্তারিত তথ্য প্রকাশ করতে সক্ষম হবে।

তারা আরও জানিয়েছে বৃহৎ আকারে ত্রিতিও পর্যায়ের পরিক্ষা এখন এশিয়া ও ল্যাটিন আমেরিকা এর ১০ টি দেশে চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট