হুতি বিদ্রোহীরা আলোচনায় বসবেন


সোমবার,০৬/০৪/২০১৫
717

খবরইন্ডিয়াঅনলাইনঃ               ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা বন্ধ করলে শান্তি আলোচনায়রাজি আছে হুথি বিদ্রোহীরা। এ কথা জানিয়েছেন হুথি বিদ্রোহীদের এক উর্ধ্বতনসদস্য।

প্রেসিডেন্ট মনসুর হাদির সাবেক ওই উপদেষ্টা জানান, প্রস্তাবটি মেনে নিলে সহিংসতায় জড়িত নয় দলগুলোর মধ্যস্ততায় আলোচনা চলতে পারে।

এমনকি আন্তর্জাতিক ও আঞ্চলিক যে কোনো দলও এতে অংশ নিতে পারবে। ১১ দিনধরে চলা বিমান হামলার ভেতরেও আদিন শহরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেবিদ্রোহীরা।

সপ্তাহ দুয়েক ধরে চলা তুমুল এই সংঘর্ষে অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন। আহতহয়েছেন ১৩শ’ মানুষ। এদিকে, ত্রাণ সহায়তা নিয়ে রেড ক্রসের দুটি বিমান আজইয়েমেনে পৌঁছতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট