শুভ বিশ্বাস: “মহাসমারোহ পালিত হচ্ছে কল্পতরু উৎসব ” দক্ষিণেশ্বর থেকে শুরু করে কাশীপুর উদ্যানবাটী তে মহা সমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। আজ বছরের প্রথম দিন,কলকাতার দক্ষিণেশ্বর থেকে ভিবিন্ন আশ্রমে আজ পালিত হচ্ছে এই উৎসব। ভালো কাটুক নতুন বছর। শিশু থেকে বৃদ্ধ সকলে ভীড় জমিয়েছে।১৮৮৬ সালে ১ লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল।এই দিন রামকৃষ্ণ পরমহংস দেব এর শিষ্যরা তার কাছে উপ স্থিত ছিলেন।রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য দের উদ্দেশ্য বলেছিলেন ” তোদের চৈতন্য হোক”।কাশীপুর উদ্যানবাটী থেকে ভাঙরে আশ্রমে, রামকৃষ্ণ আশ্রমে সারাদিন জুড়ে চলবে নানান অনুস্টান।সারদিন ধরে চলবে রামকৃষ্ণ কথামৃত পাঠ।ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে রামকৃষ্ণ আশ্রম গুলিতে ভক্তদের ঢল নেমেছে।
মহাসমারোহ পালিত হচ্ছে কল্পতরু উৎসব
সোমবার,০১/০১/২০১৮
2644