সুস্মিতা সরকার: বছরের শেষ ও শুরু দিনটি সকলের জন্য হয় অন্যরকমের। বাঙালিদের প্রচলিত একটা বিশ্বাস ”যার শেষ ভালো তার সব ভালো”। সেই বিশ্বাসের উপর আশা রেখেই প্রতিটি মানুষ তার বছরের শেষতম স্মৃতিটি সর্বতোভাবে ভালো রাখার চেষ্টা করে। কোলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় এক বিশাল অংশ মানুষ তাদের বছরের শেষদিনটি পালন করার জন্য বেছে নেন নিউটাউন রাজারহাটের “প্রকৃতিতীর্থ” অর্থাৎ ইকোপার্ক। ২০১৮, নতুন বছরের শুরুর আগেই ইকোপার্ক দিল আর এক চমক। বাড়তি ভিড়ের সুদীর্ঘ লাইনে দাঁড়ানোর কষ্ট ও সময় বাঁচানোর জন্য চালু করলো তাদের নতুন স্কিম। এবার থেকে ইকোপার্কের প্রবেশের থাকবে অনলাইন প্রি-বুকিং এর সুবিধা।
http://www.ecoparknewtown.com/buyticket.php