কুলভূষণ যাদব ইস্যুতে জোর ধাক্কা


রবিবার,৩১/১২/২০১৭
7254

নিজস্ব সংবাদদাতা: ১৮ মে টো ২০১৭, বিশ্বের নজর ছিল হেগ শহরের আন্তর্জাতিক ন্যায় আদালতের দিকে । দিন ভোর সওয়াল জবাব শেষে কূটনৈতিক জয় ছিনিয়ে নেয় ভারত । কুলভূষণ যাদব ইস্যুতে জোর ধাক্কা খায় ইসলামাবাদ । ভারতের বক্তব্য ছিলো ২০১৬ য় ইরান থেকে ভারতীয় প্রাক্তন নৌসেনা কুলভূষণ কে অপহরণ করা হয় ।

সেখানে পাকিস্তান দাবি করে বালুচিস্তান চরবৃত্তি ও নাশকতামূলক কাজে যুক্ত ছিল কুলভূষণ.সওয়াল জবাব সোনার পর আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত পাক আদালতে ঘোষিত মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দেয় । আন্তর্জাতিক আদালত জানিয়ে দেয় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলভূষণ কে ফাঁসি দেওয়া যাবে না ।

দীর্ঘ ২২ মাস পর পাক জেলে বন্দি কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ হয় মা স্ত্রীর । ৪০ মিনিট সাক্ষাৎ চলে অসংখ ক্যামেরার নজরদারিতে কাচের দেওয়ালের মধ্যে কথাবার্তা হয়, যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে  । ভারত অভিযোগ তুলে সাক্ষাতের নাম প্রহসনে পরিণত করা হয় । ভারত এ নিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে নালিশ জানা যে বলে সূত্রের খবর ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট