পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন মহিলারা: নরেন্দ্র মোদী


রবিবার,৩১/১২/২০১৭
1478

নিজস্ব প্রতিবেদক: ৭০ বছর ধরে চলে আসা নিয়ম তুলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ‘পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন মহিলারা।’

রবিবার আকাশবাণীতে মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ”পুরুষ সফরসঙ্গী ছাড়া মহিলারা হজে যেতে পারতেন না। স্বাধীনতার পর থেকে এই নিয়ম চলে আসছিল। মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় হচ্ছিল। ওই নিয়ম আমরা বদলে দিয়েছি। আমার সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক এব্যাপারে নজর দেয়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ”সরকার নিয়ম তুলে দেওয়ার পর এক হজযাত্রার জন্য আবেদন করেছেন ১,৩০০ জন মুসলিম মহিলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আবেদন এসেছে। আমি বলেছি, একা মহিলা আবেদনকারীদের লটারি ব্যবস্থার বাইরে রাখা হোক। তাদের জন্য সংরক্ষিত থাকবে আসন।’

উল্লেখ্য, ইসলাম ধর্মানুসারে বিয়ে করা হারাম এমন পুরুষ সফরসঙ্গী ছাড়া, কোন মহিলা হজ করতে পারেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট