বিজিপিতে যোগ দিলেন, তিন তালাকের বিরুদ্ধে মামলাকারী ইশরাত


রবিবার,৩১/১২/২০১৭
616

নিজস্ব প্রতিবেদক: লোকসভায় তিন তালাক সংক্রান্ত বিল পাশ হওয়ার পর, শনিবার বিজিপিতে যোগ দিয়েছেন তাৎক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে মামলাকারী ইশরাত জাহান। এদিন হাওড়ায় ১৭ নম্বর ওয়ার্ড বিজেপি কার্যালয়ে দলের জেলা সহ সভাপতি ও স্থানীয় কাউন্সিলর অনীতা সিংহ এবং জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দুর্গাবতী সিংহ ইশরাতের হাতে দলীয় পতাকা তুলে দেন।

ইশরাত আগে থেকেই দলের কর্মসূচীতে যোগ দিতেন। এবার আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ গ্রহণ করেছেন।’ বলছিলেন, বিজেপি নেতা সঞ্জয় সিংহ।

এর আগে ইশরাতকে দলের রাজ্য দফতরে সংবর্ধনা জানায় রাজ্য বিজেপির মহিলা মোর্চা। অনুষ্ঠানে মহিলা মোর্চার সভানেত্রী লকেট, ইশরাতকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান। ইশরাতও লকেটকে মিষ্টি খাওয়ান।

এদিকে,তিন তালাক নিয়ে লোকসভায় বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইশরাত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট