রেকর্ড গড়ল অ্যামাজন অভিযান


রবিবার,৩১/১২/২০১৭
1105

মধু‌মিতা: অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে অ্যামাজন অভিযান। চাঁদের পাহাড়ের পর এটাই অভিনেতা দেবের দ্বিতীয় অভিযান। চলতি মাসের ২২ তারিখ ছবি মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বক্স অফিসে আয় করেছে ১০ কোটির ওপর। প্রথম সপ্তাহে এত বড় সাফল্য টলিউডের ইতিহাসে প্রথম। অ্যামাজনের সাফল্যে খুশি প্রযোজক তথা পরিচালক মহেন্দ্র সোনি।

ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক মহেন্দ্র সোনি বলেন ছবির এই সাফল্য আমাদের কাছে অপ্রত্যাসিত, দর্শক এই ছবিকে ভীষন পছন্দ করেছে, আমরা ভীষন খুশি। বড়দিন উৎসবের আমেজে ২৫ কোটির এই ছবি নতুন বছরে কতটা আয় করবে তা আগামী সময় দেখা যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট