২৯ জানুয়ারি নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন


বৃহস্পতিবার,২৮/১২/২০১৭
970

নিজস্ব প্রতিনিধি- কলকাতা : আগামী ২৯ জানুয়ারি নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, গণনা ১ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী জানুয়ারি মাসের ২৯ তারিখে উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে পরের মাসের অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখে। আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে শুরু মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারি। ওই মাসের ১৫ তারিখের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা।

উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ এবং হাওড়ার উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদের মৃত্যু হওয়ার কারণে উক্ত দুই আসন খালি হয়। গত আগস্ট মাসে বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যু হয় লিভার ক্যান্সারে। পরের মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান সাংসদ সুলতান আহমেদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট