মারা গেলেন টলি অভিনেতা পার্থ মুখোপাধ্যায়


সোমবার,২৫/১২/২০১৭
6209

কিঙ্কর মণ্ডল: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা পার্থ মুখ্যাপাধ্যায় । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর বার্ধক্যজনিত রোগে বেশ কিছু দিন কলকাতার এক বেসরকারি হসপিটালে ভর্তি ছিলেন তিনি । পরিবার সূত্রে জানানো হয়েছে,গত অক্টোবর মাসে বাড়ি তে পরে যাওয়ার ফলে হসপিটালে ভর্তি করানো হয় । শেষ বার ভর্তির পর ভেল্টিলেশনে রাখতে হয়েছিল তাকে । বাংলা চলচিত্রের জগতের অত্যান্ত জনপ্রিয় ও প্রথম সারির অভিনেতা ছিলেন পার্থ মুখোপাধ্যায় ।

উত্তম কুমারের সঙ্গে অসংখ্য ছবিতে ভাই ও ছেলের চরিত্রে কাজ করেছেন তিনি । দক্ষ অভিনেতার পাশাপাশি সংগীত শিল্পীও ছিলেন পার্থ মুখোপাধ্যায় ।

পার্থ মুখোপাধ্যায়ের কেরিয়ার অন্যতম সেরা ছবি গুলির মধ্যে ,অতিথি,ধন্যি মেয়ে,আমার পৃথিবী । ১৯৪৭ সলে ২১ সেপ্টেম্বর জন্ম পার্থ মুখপাধ্যায়ের । তার প্রয়াণে চলচিত্রের জগতে শোকের ছায়া ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট