মধুমিতা মন্ডল: বছর শেষে বড়দিনের প্রস্তুতি শেষ পর্বে। সারা দুনিয়াকে চমকে দিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের সবচেয়ে বড় সান্টা ক্লজ উপহার দিতে চলেছে বালি শিল্পি সুদর্শন পট্টনায়ক। তিনি TOI কেদেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পুরীর সমুদ্র সৈকতে তৈরি হওয়া সান্টার মুখ উচ্চতায় ২৫ফুট ও চওড়ায়৫০ফুট। এই ভাষ্কার্য্য তৈরি করতে কয়েকদিন কঠোর পরিশ্রম করতে হয়েছে সুদর্শন ও তার দলকে। আবহাওয়া ও সব পরিস্থিতি ঠিক থাকলে বড়দিনের সন্ধায় দেখা যাবে বিশ্বের সব থেকে বড় সান্টাক্লজ।
বড়দিনের উপহার বিশ্বের বড় সান্টা
সোমবার,২৫/১২/২০১৭
2253