বার্নপুরে স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার দফতরে ৪০ মিনিট ধরে ডাকাতি; পৌঁছতে পারেনি পুলিশ 


শনিবার,২৩/১২/২০১৭
914

নিজস্ব সংবাদদাতাঃ এবার ডাকাতি হলো পশ্চিম বর্ধমানের স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার দফতরে। শনিবার সকালে বার্নপুর কোর্টমোড়ের ঐ দফতরে ডাকাতদল প্রায় ৪০ মিনিট ধরে লুঠপাট চালালেও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি পুলিশ। এ ঘটনায় নগত কয়েক লক্ষ টাকা ও গয়না খোয়া গিয়েছে বলে দাবি করেছেন সংস্থার কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা ভাষ্যমতে, দুষ্কৃতকারীরা ডাকাতি করার জন্য আগে থেকেই তৈরি ছিল। সকালে কর্মীরা সংস্থার দফতর খুলতেই ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতরা। চার কর্মীকে মারধর করে ভল্টের চাবি ছিনিয়ে নিয়ে প্রায় সাড়ে লক্ষ টাকা নগদ ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। ডাকাতদলটি প্রায় ৪০ মিনিট ধরে লুঠপাট চালায়।

এদিকে সাত সকালে ডাকাতিতে আতঙ্ক ছড়িয়ে পরে বার্নপুর শহরে। এ ঘটনায় ঝাড়খণ্ডের গ্যাং যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ডাকাতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য,গত কয়েকমাসে কলকাতা ও শহরতলিতে বেশ কয়েকটি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার দখতরে ডাকাতিতে দফতরগুলির নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট