বারুইপুরে ২৫ কোটি টাকার সাপের বিষ সহ গ্রেপ্তার ৬


বৃহস্পতিবার,২১/১২/২০১৭
780

রাজ্যের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিভাগের একটি বিশেষ দল বৃহস্পতিবার বারুইপুরের কল্যাণপুর রোডের একটি বাড়ি থেকে এই সাপের বিষ উদ্ধার করেছে। তাদের হাতে ধরা পড়েছে এই চক্রের সঙ্গে যুক্ত বাড়ির মালিক সহ মোট ৬ জন। বাড়ি মালিক অজিতেশ ব্যানার্জী, অরবিন্দ ধারা, শঙ্কর প্রসাদ বারুই, জাকির লস্কর, আনারুল মোল্লা, ও প্রভাস সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপের বিষের দাম আনুমানিক ২৫ কোটা টাকা। কাঁচের মোট ৬ টা জারে এই সাপের বিষ রাখা ছিল। ওই বিষ পাচারের চেষ্টায় ছিল চক্রের লোকজন। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল দলের তরফে জানান হয়, গোপন সূত্রে খবর আসে বারুইপুরের কল্যাণপুর রোডে অজিতেশ চ্যাটার্জীর বাড়িতে বহুমূল্যের সাপের বিষ রাখা আছে। বিষ উদ্ধারের জন্য ফাঁদ পাতা হয়। ক্রেতা সেজে যোগাযোগ করা হয়। বিষের দাম চাওয়া হয় ২৫ কোটি টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট