ভাঙড়ে প্রকা‌শ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ


বৃহস্পতিবার,২১/১২/২০১৭
658

কাজী হাফিজুল : আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হলো ভাঙড় । বুধবার বিকালে ভাঙড়ের ঘটকপুকুর কাছে মড়িয়া-গোবিন্দপুরে স্থানীয় প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেস নেতা তথা এলাকায় কাইজার আহমেদ বিরোধী বলে পরিচিত নাসিরউদ্দিন মোল্লার অফিসে ছিল দলীয় বুথ মিটিং । সেই বেঠকে হাজির থাকতে গিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা । অভিযোগ যখন তাঁর কনভয় নাসিরউদ্দিন মোল্লার দলীয় অফিসের সামনে যায় সেই সময় লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় জেলা পরিষদ সদস্য তথা ভাঙড়ের তৃনমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ অনুগামী।

ঘটনাস্থলে সেই সময় ভাঙড় থানার পুলিশ ও রেজ্জাক মোল্লার কনভয়ের সামনেই একটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। শুধু ভাঙচুর নয় মারধর করা হয় নাসিরউদ্দিন মোল্লার মাথা ফাটে অনুগামীদেরকেও আক্রমণ করে । এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বৈঠক না করে এলাকা ছাড়েন মন্ত্রীর আব্দুর রেজ্জাক মোল্লা । এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে । গুরুতর আহত দুইজন এছাড়া চার জন জখম হয়েছে।

https://youtu.be/tQgmTNCecFY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট