মধুচক্রের হদিশ মিলল গড়িয়াহাটের আবাসন থেকে, ধৃত ১১


বুধবার,২০/১২/২০১৭
736

বাংলা একশপ্রেস,প্রতিনিধি : এবার মধুচক্রের হদিশ পাওয়া গেল গড়িয়াহাট একটি আবাসন থেকে । সুরানা হাউস নামে ওই আবাসানের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত এই বেআইনি কারবার। পুলিশ তল্লাশি চালিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করেছে।
খবর পেয়ে কলকাতা পুলিশের অ্যান্টি উইমেন ট্র্যাফিকিং বিভাগ তল্লাশি চালায় ফ্ল্যাটে। সেখান থেকেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন ম্যানেজার ও দু’জন দালাল। বাকি ৮ জনের মধ্যে ৬জন যৌনকর্মী ও দু’জন খদ্দের। ঘটনাস্থান থেকে মদের বোতল, নগদ টাকা, কন্ডোম উদ্ধার হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে এই কারবার চলছিল। শহর ও শহরতলি জুড়ে এই যৌনকর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করত বলে জানতে পেরেছে পুলিশ। এব্যাপারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া যৌনকর্মীদের বয়স ২১ থেকে ২৭ এর মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট