বড়দিন মানে সারাদিন জুড়ে মজার মজার সব খাবার আয়োজন


শুক্রবার,১৫/১২/২০১৭
1852

শুভ বিশ্বাস: ‌বি‌ভিন্ন হোটেলে বড়দিনের আয়োজনে থাকছে দেশী-বিদেশী নানা ধরনের খাবার, ভিন্ন ভিন্ন স্বাদের কেক। বছর ঘুরে আবারও এসেছে বড়দিন। বড়দিন মানে বাড়তি আনন্দ, বাড়তি উল্লাস আর সারাদিন জুড়ে মজার মজার সব খাবার আয়োজন। বড় দিনের স্পেশাল রেসিপিতে কি কি রাখা যায় তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এদিন কেক-এর চাহিদা ভোজন রসিক ও উৎসব প্রেমিদের কাছে থাকে সবচেয়ে বেশি। আবার ক্রিসমাসের খাবার হিসেবে বিশেষ কেকের পাশাপাশি উত্সবে বাঙালিদের যত আয়োজন পিঠা-পুলি তো থাকেই।

শহরের প্রায় প্রত্যেকটি বেকারী, কেক আর পেস্টি শপে এই বিশেষ দিন উপলক্ষে আলাদা কেক পাওয়া যায়। অনেক রেস্টুরেন্টে এই দিনকে সামনে রেখে চলে আলাদা ফুড মেন্যু এবং খাবারের আয়োজন। প্রত্যেকটি পাঁচ তারকা হোটেলে এই বিশেষ দিনকে অত্যান্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হয়ে থাকে। এ বছর বড়দিন সবার জন্য বয়ে নিয়ে আসুক শুভ বার্তা। সবার নতুন বছর শুভ হোক। শুভ বড়দিন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট