‌ক্রিসমা‌সের ক‌বিতা “দৃশ্যকাব্যের পাতা জুড়ে”


বৃহস্পতিবার,১৪/১২/২০১৭
3266

॥ দৃশ্যকাব্যের পাতা জুড়ে ॥

ওই যে নাটমঞ্চের ওখানে
ওই খড়কুটো আবাসনে,
আর একটু পরেই…
চার্চ বেলের মাতোয়ারা সুরে
অতি বেগুনী আলোর সূতোয়
টুকরো টুকরো ঈশ্বর জুড়ে
জন্মাবে এক দলা ‘পরিত্রাণ’ !

আর এখানে, হুল্লোড় গড়ানো পথে,
অবলোহিত আলোর জিঙ্গলে
সান্তা বিলোবে মুঠো মুঠো খুশী ।

আর মাঝখানে, ঠিক মাঝখানে,
মূল্যবোধের বুকে মাথা রেখে
ছেঁড়া কাঁথায় শীতের ছোবলে
বেসুরে বেতালে ছটফট করবে
কয়েকটা রঙ চটা প্রাণ ।
হট কেকের ডালা সাজানো ‘রিলিফ’
কখনও পৌঁছবে না ওদের দো’রে ।
পা মাড়ানো সভ্যতা আঁকড়ে
চেয়ে থাকবে আকাশে…
দেবদূত নেমে আসবে এই আশে ।

ঈশ্বর পুত্র !
পুনর্জন্মের ধুয়ো তুলে
কেনো আসো বারে বারে
এ অসাম্য আঁধারে পরিত্রাণ ছলে ?!

ড. সুনন্দা হালদার ॥ অধ্যাপিকা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট