বড়বাগু তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির


রবিবার,১০/১২/২০১৭
702

সত্য‌জিৎ মন্ডল: বড়বাগু তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতায় বাগু শুভেচ্ছা সংঘ। এদিনের রক্তদান শিবিরে প্রদীপ প্রোজ্জ্বলন করে শুভ সূচনা করেন রাজারহাট নিউটাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় প্রবীর কর মহাশয়। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা জাহানারা বিবি, বাগু হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত দাস মহাশয়, বাসুদেব নস্কর সহ সভাপতি রাজারহাট পঞ্চায়েত সমিতি, সহ এলাকার প্রথম সারির রাজনৈতিক ব্যক্তি বর্গ। বড় বাগু হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এদিনের রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। [amazon_link asins=’8189643223′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’4f29ceb5-ddad-11e7-a0b6-078fd4af7601′]পুরুষ রক্তদাতাদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের আগ্রহ চোখে পরার মত ছিল। প্রবীর কর মহাশয় বলেন,সাধারণ মানুষের এমন রক্তদানের প্রতি আগ্রহ সব সময় প্রশংসাযোগ্য। বাসুদেব নস্কর, জাহানারা বিবি, সুব্রত নস্কর প্রমুখ ব্যক্তিবর্গ রক্তদানের ভীতি কাটিয়ে মানুষের এমন স্বতঃস্ফূর্ত আগ্রহকে সাধুবাদ জানিয়েছেন। সংঘের সম্পাদক অশোক কলি আগত অতিথি ও রক্তদাতাদের কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি আগত বছরগুলিতে রক্তদান শিবির করার অঙ্গিকার করেন।

https://youtu.be/rUOkUXGUITk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট