এক খাঁচা ঢাকা, আঢাকা


রবিবার,১০/১২/২০১৭
1895

॥ এক খাঁচা ঢাকা, আঢাকা ॥

আমাকে একটা জামা দেবে ওস্তাগর,
একটা রঙচঙে, নতুন জামা ?
খাঁচাটাতে পরাবো…
প্রেম বিলিয়ে অপাত্রে,
জং পড়েছে ও’তে !
অপমানের নিদাঘে পুড়ে,
বেহেস্তের কালি মাখা,
শ্রীহীন,স্থবির চেহারা !
বসন্ত বাতাস ওকে দোলায় না
লাবণ্যের ললিত ছোঁয়ায় !

আমাকে একটা জামা দাও ওস্তাগর,
একটা রঙচটা মেকী আবরণ !
ঢেকে রাখি প্রাণপণে…
খাঁচাটার সুখ, দুঃখের কাঁপন ।
দেহ নিঙড়ে বলি তারস্বরে…
‘ওর ক্ষমাহীন প্রত্যাখ্যানে, পুরুষ
তুমি আছাড় খাবে বৈশাখী ঝড়ে !’
আগামী ভোরে, প্রতিবাদী সুরে
খাঁচাটা হবে অজড় অমর ।
আমি একটা জামা পেলাম ওস্তাগর !

…..রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট