আফরাজুল


শনিবার,০৯/১২/২০১৭
1786

আফরাজুল
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

খুদার জ্বালায় ছুটেছে
দেশ হতে দেশান্তরে।
কর্মের সন্ধানে
রুজি রুটির কারনে
রাজস্থানের প্রান্তরে।
উগ্র মানসিকতার আক্রমনে
ক্ষত বিক্ষিপ্ত মৃত্যুমুখে পতিত।
জীবনের বাতি নিভে গেলো
সুন্দর ভুবন হতে।
অসহায় পরিবারের চোখে জল ছলছল।
হৃদয় ভরাক্রান্ত বেদনায়
দয়াবান মহিলার চাকুরীর প্রতিশ্রুতি
ক্ষুধা বেদনা লাঘব করার কারনে।
দিকেদিকে গর্জে উঠেছে মানব
প্রতিবাদী হয়ে
উগ্র মানসিকতার আক্রমন
বন্ধের কারনে।
তবে ফিরানো যাবে কি
আর কোনো দিন
ঐ মৃত্য শ্রমিক
আফরাজুলের প্রাণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট