মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল , মুর্শিদাবাদ: পৃথিবী সুন্দর সকলে চাই উপভোগ করতে তবে অনেক ছেলে মেয়ে রয়েছে অসহায় কারন তারা প্রতিবন্ধী কাজেই সকল কিছু সুন্দর করে উপভোগ করা তাদের কাছে কঠিন হয়ে পড়ে তাদের সহযোগিতা প্রয়জন হয়ে পড়ে । আর সেই সকল ছেলে মেয়েকে উৎসাহ ও আনন্দ দেওয়ার কারনে বা সফলতা দেখার কারনে আয়োজিত হয় অনুষ্ঠান। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের দিনে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ঋত্বিক সদনে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সেই অনুষ্ঠানে বিভিন্ন সার্কেলর বিদ্যালয় থেকে এই অনুষ্ঠানে যোগদান করেছিলো । [amazon_link asins=’B074185BK9′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’c01db96c-d8f5-11e7-ba22-d5c5d749dd60′]প্রতিযোগিতা শেষে নওদা সার্কেলের আমতলা আনন্দময়ী বালিকা বিদ্যালয় এর ছাত্রী রিমিতা মালিকতা প্রথম হয়। দ্বিতীয় হয় মনীষা চৌধুরী গোরাবাজার শিল্প মন্দির গার্লস থেকে আর তৃতীয় স্থান দখল করে সারগাছি সার্কেলের রিনা হালদার সঈদা বাদ শিরিস চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। উপস্থিত ছিলেন সুগত মাইতি ডিপিও রাখি পাল বিডিও এছাড়াও বিভিন্ন এসআই গনেরা । আরো উপস্থিত ছিলেন আরএমএসএ এর প্রতিনিধি গনেরা । অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের পুরুস্কৃত করা হয়।
“WORLD DISABLED DAY” অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত বহরমপুর ঋত্বিক সদনে
সোমবার,০৪/১২/২০১৭
695