আমি এক টিউশন মাষ্টার


মঙ্গলবার,২৮/১১/২০১৭
2325

আমি এক টিউশন মাষ্টার
মোহাঃ সাবির আহমেদ

আমি এক টিউশন মাষ্টার
মজার ঘুমভাঙা যন্ত্রের ডাকে,
সাড়া দিয়ে সমাজ গড়ি
জব্দ করি এ.এম ছটার এলার্ম ঘড়ি।

আমি এক টিউশন মাষ্টার
মুখস্ত করা দরজায় করি প্রবেশ,
পরিহিত সদা একই জামা,একই বেশ।
হলুদ মুখের রক্তপানে সদা তৃষ্ণা নিবারণ
কষ্টের বর্মের ওপর হাসির আবরণ।

[amazon_link asins=’8128834126′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’f1f9a0eb-d445-11e7-b020-3fdce24ccbc1′]

আমি এক টিউশন মাষ্টার
হাঁপরের হাসফেঁসে,হাতুড়ির প্রতিঘাতে
গার্জেনের চক্ষুর আগুন নেভায়
ক্ষয়িত হাড়-মাস,ক্ষরিত রক্তপাতে
শিক্ষার্থীর অতৃপ্ত,তৃষ্ণার্ত মন জোগায়।

আমি এক টিউশন মাষ্টার
বুকে মাথা রেখে স্বপ্নের কোলাহল শুনি
অপমানের বোঝা নিয়ে সুদিনের দিনগুনি।
হুঃ! আমার আবার সুদিন-শখ-স্বপ্ন-আশা
খড়কুটো সম্বল করেই বেঁধেছি এই ছোট্ট বাসা।

আমি এক টিউশন মাষ্টার
এখান থেকে মুক্তির নেই উপায়
পিতার বজ্র ঘা,মাতার সমস্যা মাথায়।
ঈশ্বরের আদেশ মানি,মনকে বোঝায়
আমার জীবনের সুখ-শান্তি যে তাদের সহায়।

[amazon_link asins=’8172153554′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’0fdf9751-d446-11e7-bc7e-8defe941a6a3′]

আমি এক টিউশন মাষ্টার
ডুবে থাকি অবসন্ন-বিষাদ সিন্ধু জলে
ঠাঁই করি নিজেকে কবিতারই তলে,
যথা খোদিত হয় সকল আশা-দুঃখ-ক্লান্তি
পূর্ণ হয় জীবন গহ্বরের সর্ব সুখ-শান্তি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট