ত্বক ফর্সা করে চালের গুঁড়া


শুক্রবার,২৪/১১/২০১৭
2816

‌ডি‌জিটাল ডেক্স: চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে। এটি ত্বককে নরম মসৃণ করতে সাহায্য করে। ছাড়া এই উপাদান ত্বকের কালচে দাগ দূর করে ত্বক ফর্সা করে। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে ত্বকের তিনটি সমস্যা সমাধানের জন্য চালের গুঁড়ার তিনটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিতে পারেন[amazon_link asins=’B007921JYI’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’fc0a105e-d131-11e7-a595-d7a369ee4089′]

. চালের গুঁড়ার সঙ্গে মধু টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো মুখে ঘাড়ে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করে ত্ব উজ্জ্বল করতে সাহায্য করে।[amazon_link asins=’B01GO5VRZG’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’275ac75e-d132-11e7-a7ff-fb53bac42c74′]

. শসার রস লেবুর রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনার ত্বকের রোদে পোড়া দাগ, মেছতা ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে ।[amazon_link asins=’B00D8X0DQM’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’1331cc40-d132-11e7-9daf-d1d4afe8d0c6′]

. মরা কোষের কারণে ত্বক অনেক মলিন হয়ে যায়। মধু অথবা অলিভ অয়েলের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে ত্বকে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এভাবে ১০ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে ত্বক নরম মসৃণ হবে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট