ডিজিটাল ডেক্স: মাঝে মাঝে কিছু ভাইরাসের কারনে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না অথবা পেনড্রাইভের স্পেস অনেকটা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। যাকে মেমোরির ভাষায় আনএলোকেটেড স্পেস বলা হয়। যেসকল পেনড্রাইভ বা মেমোরি সাধারনভাবে ফরমেট করা যায় না তাও এ উপায়ে ফরমেট করা যায়।
তো চলুন শুরু করিঃ
১। প্রথমে কম্পিউটার চালু করে পেনড্রাইভ বা মেমোরি কার্ড কম্পিউটারে কানেক্ট করে start+run এ যেতে হবে এবং সেখানে cmd লিখে এন্টার চাপতে হবে।[amazon_link asins=’B002U1ZBG0′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’56dbb47a-d066-11e7-a19e-690c28a7490d’]
২। ডস মোডে কমান্ড প্রম্পট চালু হবে।
৩। এখানে diskpart লিখে এন্টার চাপতে হবে।
৪। list disk লিখে এন্টার চাপতে হবে।
৫। এখন একটা লিষ্টে পেনড্রাইভ সহ যে মেমোরি ড্রাইভগুলো কম্পিউটারে কানেক্ট করা আছে সেগুলো দেখাবে
৬। select disk 1 লিখে এন্টার চাপতে হবে। (কম্পিউটারে শুধু হার্ডডিস্ক ও পেনড্রাইভ লাগানো থাকলে disk 1 এ পেনড্রাইভ থাকে।)
(আরো ড্রাইভ লাগানো থাকলে disk 2 বা disk 3 হতে পারে। তখন select disk 2 বা select disk 3 লিখে এন্টার চাপতে হবে)
৭। clean লিখে এন্টার চাপতে হবে।
৮। creat partition primary লিখে এন্টার চাপতে হবে।
৯। exit লিখে এন্টার চাপতে হবে।
এখন দেখবেন আপনার পেনড্রাইভের সম্পূর্ণ স্পেস ব্য্বহারের উপযোগী। যে পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হত না তা এখন আগের মত ফরমেট দিন। অবশ্যমই ফরমেট নিবে।
পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না ?
বৃহস্পতিবার,২৩/১১/২০১৭
2980