ডিজিটাল ডেক্স: ভুবনেশ্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নার্সিং অফিসার / স্টাফ নার্স গ্রেড পদে ৮১০জন লোক নিচ্ছে। নার্সিংয়ে বি. এসসি. নার্সিং কোর্স পাশরা যোগ্য। বাছাই হবে কমপিটার বেসড টেস্ট / লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ভুবনেশ্বর। প্রার্থী সংখ্যা বেশী হলে পরীক্ষা কলকাতা, গুহাহাটি, ভুবনেশ্বর ও কটকে হবে। এরপর হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন।দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ ডিসেম্বর পর্যন্ত। [amazon_link asins=’B00TO3OXKC’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’92af8389-cfac-11e7-9c14-b3435b5182b5′]ওয়েবসাইটে: www.aiimsbhubaneswar.edu.in প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফী বাবদ ১০০০ টাকা অনলাইনে দিতে হবে। তপশীলি, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
৮১০ স্টাফ নার্স
মঙ্গলবার,২১/১১/২০১৭
8072