নোট বাতিলের বর্ষপূর্তি দিনে রাজ্যে খুচরো পয়সার সমস্যা কথা দোকানে দোকানে


রবিবার,১৯/১১/২০১৭
1659

নিজস্ব সংবাদদাতা: নোট বাতিলের বর্ষপূর্তি দিনে রাজ্যে কালা দিবস পালন হলো বিভিন্ন স্থানে , তবে খুচরো পয়সার সমস্যা কথা দোকানে দোকানে মানুষের মুখে মুখে পেট্রল পাম্পে । অনেক আগেই অচল হয়ে গেছে বেশ কিছু খুচরো পয়সা সময়ের সঙ্গে সঙ্গে এক পয়সা দুই পয়সা তিন পয়সা পাঁচ পয়সা দশ পয়সা বিষ পয়সা ২৫ পয়সা ৫০ পয়সা যে গুলির নাম শুনতে পেতে পারে মানুষের মুখে মুখে কিন্তু সেগুলির দেখা মেলা বড়ো কঠিন ।হয়তো পরবর্তীতে জাদু ঘরে দেখা যেতে পারে যদি কোনো মানুষ সেটা সংরক্ষন করে রাখে। সেই একই ভাবে শুরু হয়েছে ১  টাকা ২  টাকা ৫  টাকা ১০ টাকার কয়েন নিয়ে কেউ বেশি বেশি কয়েন নিতে চাই না সেটা দোকানদার পাম্পে ও সাধারণ মানুষ যদিও প্রশাসনিক ভাবে এই পয়সা গুলি। অচল ঘোষণা করা হয়নি। তবুও সমস্যা দেখা দিচ্ছে বেশ কিছু স্থানে স্থানে তাই মনে মনে হয় এই পয়সা গুলিওকি আগের অচল হয়ে যাওয়া পয়সার মত থেমে যাবে তাদের যাত্রা । কে জানে আর কতদিন সেটা সময় বলে দেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট