অ্যাথেনা


বুধবার,০৮/১১/২০১৭
1130

অ্যাথেনা !…

সায়ন্তনের শেষ আলোয়
দিগন্তলীন সমুদ্রের
নিবিড়তম আলিঙ্গনে
তুমি অযোনিসম্ভবা পাথুরে সত্তায়,
আমার সম্মোহিত চেতনায় !

হে চিরকুমারী !
কামনার পাখা মুড়ে
প্রজ্ঞার অতলে…
তুমিই যুদ্ধ, তুমিই জয়,
তুমিই শান্তি, তুমিই লয় !
কৃষ্টির দোরে দীপ জ্বেলে,
তুমিই বিচার, তুমিই প্রত্যয় !

পুরুষের অযাচিত অভিলাষ
বন্দী করে জ্বলন্ত প্রজ্ঞাপাশে…
জাগো দেবি, আবারও জাগো
এ অশান্ত চরাচরে যুদ্ধহীন সমাচারে !
প্রেমময় করো এ মাটির চেতনা
নগরলক্ষ্মী, বীরাঙ্গনা অ্যাথেনা !

……..রক্তকরবী ।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট