মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ : ভোটের তিন সময় গ্রাম গঞ্জে বেশি বেশি সভা অনুষ্ঠিত হয়ে থাকে । আর এখন ঐ তিন ভোটের মধ্যে একটি ভোট আসতে চলেছে । সেটা পঞ্চায়েত ভোট তাই যতদিন যায় ততোই পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠছে চারিদিকে সেই মত মুর্শিদাবাদ এর চৈতন্যপুর অঞ্চলে সংখ্যা লঘু সেল একটি সভার আয়োজন করেছিলো । সভাই সভাপতি ছিলেন আব্দুল হালিম । এই সভাই লোকসংখ্যা ছিলো বেশ চোখে পড়ার মতো। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা নেত্রী বিন্দু। সভার উদ্দেশ্য জানা গেলো সামনের পঞ্চায়েত ভোটে প্রীতিটি আসন যেন তৃনমুল কংগ্রেস এর হাতে চলে আসে তাহলে দেশের কাজ ভালই মতো করা যাবে।
চৈতন্যপুর ১ অঞ্চলে তৃনমুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভা
মঙ্গলবার,০৭/১১/২০১৭
635