নিজস্ব সংবাদদাতা- সামশের গঞ্জ -মুর্শিদাবাদ : আমরা সাধারণত তিন সময় বেশি বেশি সমাবেশ দেখি ভোটের তিন সময়ে ।আমরাএই সময় বিভিন্ন সমাবেশ দেখতে পায় গ্রাম গঞ্জে শহরে ব্লকে ব্লকে সেই রূপ আজ সামশের গঞ্জে একটি প্রকাশ্য সমাবেশ দেখা দিলো । সমাবেশে উপিস্থিত ছিলেন জাকির হোসেন, শুভেন্দু অধিকারী, সৌমিক হোসেন ,আরিত মজুমদার, আমিরুল ইসলাম এছাড়াও বিশিষ্ঠ নেতা নেত্রী গনেরা । তবে এই সমাবেশের উদ্দেশ্য কর্মী দের চাঙ্গা করে তোলা পঞ্চায়েত ভোটের আগে যাতে সকল আসন তৃণমূলের অধিকারে আসে। সেই সঙ্গে বাস স্ট্যান্ড করে দেওয়ার কথা বলেছেন। তবে বেশ কিছু দিন থেকে সোশ্যাল মিডিয়া ও নিউজে শোনা যাচ্ছে মুর্শিদাবাদের একটি ইউনিভার্সিটি নির্মানের কথা তবে সে বিষয়ে কেউ একটি ও কথা শোনা যায়নি ।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের প্রকাশ্য সমাবেশ
শনিবার,০৪/১১/২০১৭
594