সত্যজিৎ মন্ডল: রাজারহাট শিখরপুর আদর্শ্য শক্তি সংঘ এদিন ডেঙ্গু সচেতন কর্মসূচি পালন করেন। সংঘের প্রায় ৫০ জনের অধিক সদস্য সকাল সকাল গ্লাভাস মার্স্ক পরে সংঘের সামনে উপস্থিত হন। তারপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ব্লিচিং পাউডার, স্প্রে করবার জন্য ময়দানে নেমে পরেন। তরুণ বিগ্রেড এর পাশাপাশি সমানে কাজে যোগ দেন হিমাংশু, দেবাশিষ, পঙ্কজ বাবুরা।বাড়িতে বাড়িতে জমা জল পরিষ্কার, ব্লিচিং ছড়ানো এবং স্প্রে করে মশা আতঙ্ক দূর করাই ছিলো সংঘের মূল উদ্দেশ্য। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগীতায় এদিনের এই কর্মসূচী বলে জানান সংঘের এক বলিষ্ঠ সদস্য।
রাজারহাট শিখরপুর আদর্শ্য শক্তি সংঘ এদিন ডেঙ্গু সচেতন কর্মসূচি
শুক্রবার,০৩/১১/২০১৭
713