বহরমপুর জেলা পার্টি অফিস থেকে মহকুমার ICDS আহ্বায়কদের সংম্মতি পত্র তুলে দেওয়া হল


শুক্রবার,০৩/১১/২০১৭
674

নিজস্ব সংবাদদাতা- বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় ভিন্ন ভিন্ন গ্রামে রয়েছে আইসিডিএস সেন্টার গুলি যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের খাবার ও পড়াশুনা করানো হয় । সেই সেন্টার গুলির কাজ আরো উন্নতি করতে এবং এর কাজ গুলি আর ও সহজ ও সহযোগিতা করার কারনে । আজ বহরমপুর জেলা পার্টি অফিস থেকে জেলার ৫ টি মহকুমার ICDS আহ্বায়কদের সংম্মতি পত্র তুলে দিলেন ICDS সংগঠনের জেলা সভাপতি আল্লারাখা সেখ।উপস্হিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস,কৃষাণ ক্ষেত মজদুর জেলা সভাপতি মাতিন সাহেব প্রমুখ। এছাড়াও কিছু স্থানিয় নেতা নেতৃগনরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট