রাস্তা সম্প্রসারণের কারনে ভাঙা পড়ল ভাবতার দোকান বাড়ি,বাজার সহ মন্দির


বুধবার,২৫/১০/২০১৭
817

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল-মুর্শিদাবাদ: রাস্তার জ্যাম এখন নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন স্থানে যেমন বহরমপুর যাওয়ার পথে ,ভাবতা রেলগেটে ।তাই সরকার রাস্তা সম্প্রসারণ করছে তাই ভাঙা পড়ছে রাস্তার দুইধারে দোকান বাড়ি ঘর ভাবতা বাজার ভাবতার শিব মন্দির ভাবতা তেল কলের শিব মন্দির সকল কিছু । কিন্তু ভাবতা গ্রামের মানুষ খুব শান্ত প্রকৃতির তাই তারা কোনো গোলমাল না করে একটু পাশে গিয়ে আর একটি সুন্দর মন্দির নির্মাণ করে নিয়েছে আগেই। এখান কার মানুষের দেশের প্রতি অটুট ভালোবাসা আছে তার প্রমান দিয়ে দিলো । তার কারন দেশের রাস্তা নির্মাণ হলে সকল মানুষ সুন্দর ও সুষ্ঠ ভাবে যাতায়াত করতে পারবে সেটা মনে ভেবে মন্দির একটু পাশে নির্মাণ করে রাস্তা নির্মাণ করতে কোনো বাধা দিলো না।তাই মনে পড়ে কথা জীবে প্রেম করে যেজন সেজন এবিচ্ছে ঈশ্বর। ভাবতা গ্রামের ছেলে মেয়েরা যারা বিদেশে আছে তারা এবার বাড়ি ফিরলে যেন আর সেই পুরানো দিনের ভাবতা বাজার দেখতে পাবে না কারন সেগুলির এখন পুরানো স্মৃতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট